Main Menu

সুইজারল্যান্ডের মাটিতে তৈরি হচ্ছে শ্রীদেবীর মূর্তি

সুইজারল্যান্ডের মাটিতে তৈরি হচ্ছে শ্রীদেবীর মূর্তি

বলিউডের ‘চাঁদনী’ প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। তার অনুপস্থিতি এখনও বিটাউনে দৃশ্যমান। বেদনার দাগ মুছেনি শ্রীদেবীর ভক্ত-অনুরাগীদের হৃদয় থেকে।

এর মধ্যে যে খবরটি শ্রীদেবীর ভক্তদের উচ্ছ্বসিত করবে, তা হল ভূস্বর্গ সুদূর সুইজারল্যান্ডে তৈরি হতে যাচ্ছে শ্রীদেবীর মূর্তি। খবর হিন্দুস্তান টাইমস।

উদ্যোগটি নিয়েছে খোদ সুইজারল্যান্ড সরকার। তাদের এমন উদ্যোগের পেছনে রয়েছে ১৯৮৯ সালের প্রেক্ষাপট।

সেই সময় শ্রীদেবী অভিনীত ‘চাঁদনী’ ছবিটি সুপার-ডুপার হিট হয়। শ্রীদেবীর অভিনয়ে মুগ্ধ হন সিনেমাপ্রেমী দর্শক।

আর এ ‘চাঁদনী’ ছবির সঙ্গে সুইজারল্যান্ডের রয়েছে বিশেষ একটি সম্পর্ক।

কারণ ছবিটির পরিচালক যশ চোপড়া এ ছবিটির বেশিরভাগ শুটিং সে দেশে করেছিলেন।

সেই সময় ছবির শুটিংয়ের পাশাপাশি সুইজারল্যান্ডের পর্যটনশিল্পের জন্য বহুবার প্রমোশনও করেছিলেন শ্রীদেবী।

আর সে কথা মাথায় রেখেই এবার বিশেষ উদ্যোগ নিতে চলেছে সুইজারল্যান্ড সরকার।

সুইজারল্যান্ডের পর্যটনশিল্পে বলিউড এ কিংবদন্তির ভূমিকাকে সম্মানার্থে সে দেশের মাটিতে শ্রীদেবীর মূর্তি তৈরি করা হচ্ছে বলে জানায় দেশটির এক সরকারি মুখপাত্র।

উল্লেখ্য, ২০১৬ সালে বলিউডের খ্যাতনামা পরিচালক যশ চোপড়ার মূর্তিও সুইজারল্যান্ডে তৈরি করেছে সে দেশের সরকার।


আপনার মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*